প্রাণের কিছু কথা
হঠাৎ একটা পাখি
ডানা ভাঙ্গা এক পাখি
বলে আকাশের বুকে উড়ব
হঠাৎ কিছু ভাবনা
কিছু ঘুণ ধরা ভাবনা
বলে অধিকার নিয়ে লড়ব
হঠাৎ কিছু ইচ্ছা
কিছু মৃতপ্রায় ইচ্ছা
বলে নতুন করে সাজব
আকাশের কিছু গান
কবে সে গিয়েছে হারিয়ে
বলে আবার সুরেতে বাজব
জীবনের কিছু কথা
কখনও হয়নি বলা
হতে চায় বাঙময় আজ
রামধনু রাঙা বিকেল
নিয়ে সুপ্ত প্রেমের ছোঁয়া
ছিলো মিষ্টি প্রেমের লাজ
কিছু আশা ভালোবাসা
দেখেনি দিনের আলো
কুঁড়ি হয়ে ঝরে গেছে
পুরানো মধুর জীবন
আসবে না আর ফিরে
শুধু আছে হৃদয়ের মাঝে।