প্রেম

খোঁজ

তোমাকে খুঁজে বেড়াই,
কোলাহল ভরা শহরে, কংক্রীটের জঙ্গলে
হাজারো মাথার মাঝখানে,সভ্যতার পীঠস্থানে,
ঝলমল, উজ্জ্বল,অথচ বিষাদ্গ্রস্থ প্রাণহীন
রক্তমাংসে গড়া মনুষ্যরূপী জীবের মাঝে,
পাই না, তোমাকে পাই না।

তোমাকে খুঁজে বেড়াই,
কুয়াশাবৃত পাহাড়ে ঘেরা বনজঙ্গলে,
উন্মুক্ত প্রান্তরে, সমুদ্র সৈকতে
অঝোর ধারায় বৃষ্টির ছন্দে,
আকাশের নীলিমায়, অমাবস্যার আঁধারে
পাই না, তোমাকে পাই না।

তোমাকে খুঁজে বেড়াই,
বীণার ঝংকারে, সানাইয়ের সুরে
সৃষ্টির আনন্দে উদ্বেল শিল্পীর তুলির টানে
সাধনায় মগ্ন তাপসের মননের মাঝে,
মন্দির,মসজিদ, গির্জা, ভগবানের মূর্তির অন্দরে
পাই না, তোমাকে পাই না।