প্রেম

প্রেম

একবার শুধু একবার
তোমার প্রেমের বন্যতায়
অবগাহন করতে দাও
প্রাণভরে ঘ্রাণ দাও নিতে।

তারপর যাব চলে আমি
মায়াবন্ধন সব ছিঁড়ে ফেলে,,
অনন্ত মুক্তির স্বাদ পেতে
সেই অজানার তরে।

তখন তোমার দুই চোখ
যদি ভরে আসে অশ্রুতে ,
বুকফাটা কান্নায় পড় ভেঙ্গে ,
অনুতাপে দগ্ধ হও
নির্ম্মমভাবে ফেরানোর জন্য,
তাও আর পাবে না আমায়
আমি আর আসবো না ফিরে।

অনন্ত প্রেমের পিয়াসী পথিক
চলে গিয়েছে যে সব ছেড়ে
কখনও কি সাড়া দেয়,
মানবীর প্রেমে।