প্রেম

প্রেমের নেশা

যেদিন থেকে মানুষের সৃষ্টি সেদিন থেকেই সে প্রেমের নেশায় মাতাল এবং যুগ যুগ ধরে নানান প্রেম কাহিনী চলে এসেছে। সে রাধা কৃষ্ণের প্রেম লীলা হোক বা চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ প্রেম ই হোক। এই প্রেমকে ঘিরেই একটি ভাবনার বহিঃপ্রকাশ এখানে প্রতিভাত হয়েছে।

যার চোখে প্রেমের নেশা
সুরার নেশায় কি যায় আসে
ভালোবাসার অতল সাগরে
ডুবে মরল কোন সে আশে?

কৃষ্ণ বিরহে রাধা  কাঁদে
প্রভু বিরহে চৈতন্য
তোমা বিরহে আমি যে কাঁদি
প্রাণী আমি যে নগণ্য।

প্রেমেতেই  শুরু প্রেমেতেই শেষ
দুনিয়াটা ভাই মজে আছে বেশ
জন্ম-মৃত্যু এই  নাগপাশে
মানুষ বাঁচুক হেসে ভালোবেসে