প্রথম প্রেম
তোমার দেওয়া লাল গোলাপটা
আজও সযত্নে রাখা আছে
গানের খাতার ভিতর।
তোমার প্রিয় গানটা যেন তাকে
আদর করে বুকে ধরে রেখেছে
এতকাল ধরে, আজও।
বিবর্ণ হয়ে গেছে গোলাপের রঙ
পাপড়িগুলো শুকিয়ে হয়ে গেছে কাঠ
গোলাপের বুকে আজ খাতার গন্ধ
পুরানো সব কিছু গেছে হারিয়ে
শুধু আছে বেঁচে ভালবাসার রেশ
সেই প্রথম প্রেমের আবেগ।
আজও যখন হারমোনিয়ামের সুরে গাই
তোমার ভালবাসার সেই প্রিয় গান
গোলাপটা ঠিক জীবন্ত হয়ে ওঠে
টকটকে লাল রঙে সুবাস ছড়ায়
হারিয়ে যাই আমি কোন অতীতে
প্রেমের আবেশে ভরপুর হয় মন।
ফিরে যাই সেই প্রথম জীবনে
প্রথম প্রেম আজও দোলা দেয় মনে
আজও তুমি আছ প্রিয়া আমার হৃদয়ে
ঠিক আগেরই মতন।