রাতজাগা পাখী
গভীর রাত্রিতে যখন সারা পৃথবী গভীর ঘুমে মগ্ন তখন রাতজাগা পাখীর সাথে মন ও থ্যাকে জেগে। জেগে জেগে তারা শোনে নিশুতি রাতের গল্প, সময় ধীর লয়ে যায় বয়ে।
পৃথিবীর বুকে রাত নেমেছে আষ্টেপৃষ্ঠে
ছায়াঘেরা পথে তাও সবুজাভ আলো
জোনাকির দল পথ হারায়ে যে খোঁজে
ঝিঁঝিঁর ঐক্যতানে ভেঙ্গে যায় ঘুম
মাঝরাতের নিশি ডাক দেয় চুপি চুপি
বলে চল গিয়ে বসি নদীর ধারে।
বহুদিন আছি বসে চাঁদ পাবার আশায়
ছোটবেলা থেকে, সেই ছোটবেলা থেকে
রাত্রির সাথে তাই লুকোচুরি খেলা
রাতজাগা পাখী সব দেখে হয়ে বোবা
জীবন যায় যে বয়ে সময়ের সাথে
থাকি আমি, আছি আমি তোমাদেরই মাঝে।