প্রেম

রামধনু রং ঘুড়ি

রোজ সকালে ঠিক পূব আকাশে
রামধনু রঙ ঘুড়ি তার বুকে ভাসে
সূর্য্যের সাথে ঘুড়ির ভারী সখ্যতা
সূর্য্যের পাশাপাশি আকাশে সে হাসে
রামধনু রঙ ঘুড়ি ওড়ে পূব আকাশে ।

স্বপ্নের সূতোগুলো তার সাথে বাঁধা
হাতের লাটাইগুলো সব প্রতীকি
কিছু কাজ নেই তার ঢিল দেওয়া ছাড়া
স্বপ্নের ফেরীওয়ালাদের চোখে ঘুড়িটা যে ভাসে
রামঘনু রং ঘুড়ি ওড়ে পূব আকাশে।

সূতো ঢিল দিতে দিতে শেষ হয়ে গেলে
লাটাইটা ডানা মেলে উড়ে যায় পূব আকাশে
জুড়ে যায় ঘুড়িটার কোনো এক কোণে
যেন বলে আয় চলে আমাদের কাছে
রামধনু রং ঘুড়ি ওড়ে পূব আকাশে।

বসে আছি চুপচাপ লাটাই নিয়ে
মনে বড় সাধ হয় লাটাই হতে
একদিন লাটাই এর সূতো হলে শেষ
উড়ে গিয়ে জুড়ে যাব ঘুড়িটির সাথে
রামধনু রঙ ঘুড়ি ওড়ে পূব আকাশে।