রুক্ষ মন
বৃষ্টির টুপটাপ শব্দে
রুক্ষ শুষ্ক মনটা
কেন যে ভেজে না?
ঠান্ডা মদিরার স্রোতে
ভেসে গিয়েও থাকে অবিচল
কিছুতেই শান্ত হয় না।
কি যে চায়, কি যে খোঁজে
সে নিজেই কি জানে?
গভীর নিস্তব্ধ রাত্রিতে
চোখদুটি ঢুলে ঢুলে পড়ে
তবু ঘুমাতে পারে না।
মনটা যে ছটফট করে
কি এক অজানার তরে
অনিদ্রার ডানায় ভর করে।
বৃষ্টির টুপটাপ শব্দ
বেড়ে হয় ঝুমঝাম
রাত্রি নীরবে যায় কেটে।
মনের তৃষ্ণা মনেই থাকে
চোখদুটি রক্তাভ লাল।