প্রেম

সফর

জীবন এক লম্বা সফর
কেউ জানে না শেষ কোথা,
কারও পথ বিপদসংকুল
কারও বা মসৃন,
কেউ বা সোজা যেতে যেতে
পথভ্রষ্ট হয়ে চলে গেছে বাঁকা।

যেতে যেতে মন পিছু ফিরে চায়’
পিছু ফেলে আসা পথে, কখনও চকিতে
কাজলনয়না মুখের মধুর হাসিতে
হঠাৎ্‌ই থমকে দাঁড়ায়।
মনে পড়ে যায় কত কথা,
কত হাসি কত গান,
অশ্রুভরা নয়নে বসে থাকা, বিদায়বেলায়।

বিদায়তো নিয়েছ বন্ধু বহু আগে,
কি আর হবে পিছু ফিরে?
ঝেড়ে ফেলে দিয়ে সব দ্বিধা,
ধীরে এগিয়ে চল আগে।
একদিন যাত্রা হবে শেষ,
সেদিন স্মৃতির দ্বার খুলে,
মিলিয়ে নিও জীবনের হিসাব,
কি হারালে, কি পেলে।