সাক্ষী
এ কি বিচিত্র ফন্দী
হৃদমাঝারে কালো নাকি
আলোকে করবে বন্দী।
তা বেশ, তা বেশ, ভালো কথা
আলো আঁধারিতে লুকোচুরি চলে
এবারে না হয় বন্দী বন্দী খেলা।
রাতের শেষে দিন আসে
দিন চলে গেলে রাত আসে
দুজনা দুজনারে বেঁধে বাহুপাশে
চলে পাশাপাশি গায়ে গা ঘেঁষে
নেই বৈরীতা, নেই বন্ধুতা
শেখায় জীবনের উৎকর্ষতা
কালোয় আলোয় ভেদাভেদ করে
মানুষগুলো মরে চীৎকার করে
মার যে আমার রংটি কালো
তাতেই নিহিত জগতের আলো
এই সত্য তোরা বুঝবি যেদিন
হৃদয়ে শান্তি আসবে সেদিন।