প্রেম শপথ January 31, 2025January 31, 2025 by Ranjan Bhattacharya নদীর পারে হাতে হাত রেখেকথা দিয়েছিলে পাশে থাকারতাও ছেড়ে চলে গেলে।ভগ্ন হৃদয় জবাব চেয়েছিল তারমিষ্টি হেসে যেতে যেতে বলেছিলেওটা শপথ নয়, কথা ছিল নদীর পার ভেঙ্গে গেছেদামাল নদী আজ শীর্ণাবুকে নিয়ে ধূ ধূ চরচরের মাঝখানে একা আমি দাঁড়িয়ে। Post navigation একপেশে যুদ্ধস্বাধীনতা