প্রেম

শপথ

নদীর পারে হাতে হাত রেখে
কথা দিয়েছিলে পাশে থাকার
তাও ছেড়ে চলে গেলে।
ভগ্ন হৃদয় জবাব চেয়েছিল তার
মিষ্টি হেসে যেতে যেতে বলেছিলে
ওটা শপথ নয়, কথা ছিল

নদীর পার ভেঙ্গে গেছে
দামাল নদী আজ শীর্ণা
বুকে নিয়ে ধূ ধূ চর
চরের মাঝখানে একা আমি দাঁড়িয়ে।