প্রেম

সেটাই অনেক

তুমি আমার সামনে আছ
তুমি আমার সাথে আছ
চোখের সামনে তোমায় দেখি
নিজের মনেই ছবি আঁকি
সেটাই অনেক।

হয়তো কোনও হয় না কথা
হয়্তো নিয়ে অনেক ব্যথা
অভিমান করে থাকতেই পা্রো
তাও তো আমার পাশে আছ
সেটাই অনেক।

রাতের আকাশের বুকে চাঁদ তারা
মাঝে মাঝে হয় দিশাহারা
ভেসে থাকে তারা আকাশের বুকে
দূরে দূরে তবু একসাথে সুখে
সেটাই অনেক।

এই যে জীবন বাতাস মাটি
সোনার চেয়েও অনেক খাঁটি
তালে মিলে ছন্দেতে চলে
সারা পৃথিবী সুরভিত রাখে
সেটাই অনেক।

মানুষগুলি ভীষণ বোকা
একসাথে থাকে তবু মনে একা
যদি তাদের সুবুদ্ধি আসে
মিলেমিশে সব ভালবেসে থাকে
সেটাই অনেক।