প্রেম

স্মৃতি একরাশ

কথায় আছে স্মৃতি সততই সুখের, তবে স্মৃতি মাঝে মাঝে মনকে ভারাক্রান্ত করে তোলে বৈ কি। আধুনিক সভ্যতার প্রগতির চাকচিক্যে, স্বাচ্ছন্দ্য বিলাসিতার মাঝখানে মন সেই শান্ত সবুজ নিবিড় বনানীতে ঘেরা পুরানো দিনে যখন ফিরে যায়, বুকের কোথাও আজ ও টনটন করে ওঠে।

কংক্রীটের ঘন জঙ্গলে বসে
গহীন সবুজ অরণ্যের স্বপ্ন দেখা
মাঝে মাঝে পেঁচা ডাকে
মনের মাঝে
কখনও লক্ষ্মী পেঁচা, কখনও হুতুম
বাকী সময় বিরাজমান শ্মশানের নীরবতা
অতীতের সাথে কথা বলা।

একদিন ছিলো সব সবুজে ঘেরা
ছিলো ছেলেবেলা কৈশো্রের দাপাদাপি
এসেছিলো যৌবন প্রেমিকা প্রেম-ভালোবাসা
উষ্ণতায় ভরপুর
সময়ের সাথে সব গিয়েছে হারিয়ে
ফেলে রেখে গেছে শুধু স্মৃতি একরাশ
তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা।