প্রেম

সবুজ হৃদয়

মানুষের হৃদয় এখন
ধূ ধূ মরুভূমির মতন
শুষ্ক আর রুক্ষতায় ভরা।
মায়া, মমতা, প্রেম
এককালে হয়ত বা ছিল
আজ আর নেই।

যতদূর দেখা যায়,
স্বার্থপরতা আর হিংসার
লকলকে লাল জিভ,
নিয়েছে গ্রাস করে
যত কিছু ছিল ভাল।

নিরাশায় ভরা চারিদিক
তবে এখনও সবকিছু
একেবারে হয়নি যে শেষ।
মরুভূমিতে মরুদ্যানের মত
এখনও আছে বেঁচে প্রেম
কিছু ক্ষণজন্মা হৃদয়ের মাঝে।

ভবিষ্যত তাকিয়ে আছে
আগামী প্রজন্মের দিকে
সবুজ হৃদয়ের আশায়।