প্রেম

সোনালী দিন

হার মেনে নেওয়াই এখন অভ্যাস
দাসত্ব ঢুকে গেছে মজ্জায় মজ্জায়
রক্তের রঙ ও আর লাল নেই
বিষাক্ত গরল মেশে মিশকালো গঙ্গায়

কল্লোলিনী নগরী দেখি আজ ভিখারিনী
ভিক্ষাপাত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে
মানুষ থাকে না হেথায় থাকে যে দানব
বাঁচার গানের স্বরলিপি গড়ায় ধূলায়

ফেলে আসা সে সোনালী দিনগুলি
হানা দেয় মাঝরাতে ডাকে আয়
ভাবি ঠিক চলে যাবো তার সাথে
হৃদয়ে প্রেম এখনও যে দোলা দেয়।