প্রেম

সংকীর্তন

মফঃস্বলের শীতের রাত
চারিদিক চুপচাপ নিঃঝুম
দূর থেকে ভেসে আসছে
হরিনাম সংকীর্তন।
শুনতে শুনতে কেমন যেন একটা
ঘোর লেগে যাচ্ছে,
কত বিশ্বাস, ভক্তি, প্রেম
লুকিয়ে আছে কীর্তনের মধ্যে,
এর মধ্যে নেই কোন উচ্ছ্বাস
আছে শুধু আত্মনিবেদনের আকুতি
অতীন্দ্রিয় এক অনুভূতি।

কেন এই ভাল লাগা
কেন আবালবৃদ্ধবনিতার চুপ করে
বসে থাকা,
কেন এই মোহাবিষ্ট ভাব
কোন জবাব নেইকো তার।

কিছু তো একটা আছেই
বুদ্ধিতে হয়ত তার ব্যাখ্যা নেই,
কিন্তু অন্তরের গভীরে
হয়ত বা তার উত্তর আছে
তারই খোঁজে সব আছে বসে।