স্ত্রীকে
ভারতীয় সংস্কৃতিতে স্বামী- স্ত্রীর বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন, এবং এই ধারণা আমাদের মজ্জাগত এবং এই আদর্শে আমরা বিশ্বাসী। এ এক অদ্ভুত ভালোবাসার বন্ধন এবং সারাজীবন একসাথে জীবনের পথ চলার অঙ্গীকার। এই জীবনদর্শনের পরিপ্রেক্ষিতে নিজের জীবনসঙ্গিনীর উদ্দেশ্যে পুরুষের ভাবনা এই লেখার মাধ্যমে ফুটে উঠেছে।
অর্ধশতবর্ষ পার করলে আজ
অর্দ্ধেক সময়েরও খানিক বেশী
আছ আমার কাছে।
ভাল বা মন্দ কেমন কেটেছে
তোমার সে দিনগুলো,
আমি তো জানি না
তার বিচার ছেড়ে দিলাম
আজ তোমারই হাতে।
এখনও যাওয়ার
কিছু পথ আছে বাকী,
কিছু দায়িত্ব
এখনও হয়নি সাড়া,
পূর্ণ করব দুজনে একসাথে
সেটুকু সময় দিও আমাদের ঈশ্বর
আর কিছু নেই
চাওয়ার তোমার কাছে’।
আরও কিছুদিন
কাটাবে আমার সাথে,
ভাল বা মন্দ তার বিচার
থাকবে তোমার হাতে।