প্রেম

সুদিন

কিছু কথা সে যতই সামান্য হোক বুকে বড় বেঁধে যদি সে আসে প্রিয়জনের কাছ থেকে। চুপচাপ বসে থাকা মেঘ কেটে যাবার আশায়।

কিছু ছোট ছোট কথা
শুনে লাগে বড় নিরীহ
মনে লাগে, বড় মনে লাগে
যদি সে আসে প্রেয়সীর কাছ থেকে
সময় বিশেষে তির্যক ভাবে।

থাকি বসে মন খারাপ করে
ভাবি কোথায় ভুল হল কি যে
কথাগুলো নিয়ে নাড়াচাড়া করি
কবে যে আবার ফিরবে সুদিন
প্রিয়ার হাসিমুখে।