সুন্দর লাগে
মানুষের জীবনটা বড় অদ্ভুত, কি ভাবে সময় যায় কেটে। আদরের সুন্দরী প্রিয়া যাকে বহুবছর আগে হাত ধরে নিজের কাছে নিয়ে এসেছিলাম আজ সে জীবনযুদ্ধে ক্লান্ত এক বৃদ্ধা, তবুও সে বড় সুন্দর, ঠিক আগের মতন।
তোমার সিঁথির সীমন্তে
লাল রঙের সিঁদুর
পরণে লাল টুকটুকে শাড়ী
অপরূপ সুন্দর লাগছে তোমাকে
খুব ভালো লাগছে।
আমার সামনে দাঁড়িয়ে তুমি
আজ থেকে বহু বছর আগে
মুখে মিষ্টি লাজুক হাসি
চোখে ভবিষ্যতের রঙ্গীন স্বপ্ন
অজানা আশংকাও হয়তো ছিল তাতে
আজ সিঁথির সীমন্ত অনেকটাই ফাঁকা
সিঁদুরের দাগ ও হয়ে গেছে ফিকে
লাল শাড়ী আজ লাল পাড় সাদা শাড়ী
জীবন যুদ্ধে ক্লান্ত বৃদ্ধা আজ তুমি
তাও আজ তুমি বড় সুন্দর।