প্রেম

স্বপ্নের ডানা

মাঝরাতে ঘুম ভেঙ্গে যাওয়া এক পাখি
আকাশের দিকে চেয়ে আধো চোখে ভাবে
রাতে তারারা এখনও আকাশে
দিন কবে শুরু হবে।

উষার শুরুতে দুই ডানা মেলে
নীল আকাশে যাবে সে যে উড়ে
আনন্দে ভরপুর উছল বাতাসে
শ্বাস নেবে প্রাণভরে।

জেগে আছি আমি তারই সাথে
মনে মনে উড়ি তার পিছে পিছে
স্বপ্নের ডানায় মেলে দিয়ে ভর
রোজ সক্কালে অজান্তে সবার।