প্রেম

তোকে

ভাই না বন্ধু, কি বলি?
প্রথমদিন থেকেই তুই
আমার ভীষন প্রিয়।
তোর চেহারার সৌন্দর্য্য
তার জন্য প্রিয় নস তুই,
কারণ, অনেক সুন্দর চেহারার
কদর্য্য মানসিকতায় ক্লান্ত আমি।
কিন্তু তোর সুন্দর চেহারার পিছনে
লুকিয়ে আছে এক নির্মল পরিষ্কার
দরদী মন,
আমার এত প্রিয় তুই তাই।

আমি ভাবতাম তুই বড়
নরম মানুষ,
অল্প কিছুতেই বড় বিচলিত হস।
তোর প্রতি অন্যায়, অবিচার
চুপ করে, নিঃশব্দে হজম করিস,
জিজ্ঞাসা করলে শুধু হেসে বলিস
যা হয়েছে, হোক গিয়ে, ছাড় না।
এই করে কেউ যদি আনন্দ পায়
পাক ওরা, তাতে কিছু যায় আসে কি?
প্রতিবাদী আমি খুব অবাক হতাম
ভাবতাম যে এত সহনশীলতা
আসে কোথা থেকে।

আজ বুঝি, আমার ধারণা
ছিল ভুলে ভরা,
ওই নরম মনের পিছন আছে
এক ইস্পাত কঠিন মানসিকতা।
লড়াকু, সংগ্রামী, অদম্য
এক তেজস্বী জেদী মানুষ,
হসি মুখে জীবন মরণ যুদ্ধে
জিতে আসা এক পবিত্র আত্মা।

ভাই বলি, বন্ধু বলি
যাই বলে ডাকি না কেন,
তোকে আজ আমার অন্তরের
হাজারো লাখো কুর্নিশ।
আমি হাজার বার জন্মাতে রাজি
তোর ম্ত হৃদয় পেতে,
বারবার এই পৃথিবীতে ফিরে আসতে রাজী
তোর মত হাসিমুখ, লড়াকু মানুষ হতে
বন্ধু ভাই আমার
আমার সারা জীবনের কুর্নিশ তোকে।