তোমাকে নিয়ে
মানুষ ভালোবাসতে জানে আর এই প্রেম বা ভালোবাসা এতই নিঃস্বার্থ আর প্রগাঢ় যে একে আঁকড়ে ধরেই বোধহয় সারাজীবন কাটিয়ে দেওয়া যায়।
মনের মধ্যে অনবরত এক ছটফটানি
না হলে দৃষ্টিবিভ্রম ও হতে পারে
চারিদিকে শুধু তোমাকেই দেখি
শয়নে, বসনে, জাগরণে সবসময়
সাধকরা চারিদিকে ভগবান দেখেন
সাধারণ মানুষ দেখে টাকা
আমি শুধু দেখি তোমাকে
এ কি প্রেম না সীমাহীন ভালোবাসা
মাঝে মাঝে নিজেকে বড় বোকা লাগে
ভাবি এই অকারণ পাগলামি কেন?
পাগলামি বা বোকা যাই ভাবি
তোমাকে নিয়ে সময়টা বেশ কাটে
কত গান কত কবিতা লিখি
বিড়বিড় করে কত কথা বলি
লোকে আড়চোখে তাকায়, ফিসফাস করে
হাসাহাসি ও কি করে, হয়তো বা
দুনিয়া কি ভাবছে কি যায় আসে তাতে
তোমাকে নিয়ে আমি বেশ আছি, মনে মনে।