তৃষ্ণা
ছোট্ট সেই যে এক কালো মেঘ
নিয়ে বুক ভরা প্রেম রাশি রাশি
এসেছিল হঠাৎ ই মোর দুয়ারে
হারায়ে যাকে খুঁজেছি অহর্নিশি।
তার প্রেমময় অমৃত সুধা পানে
তৃষিতের তৃষ্ণা হয়েছে দূর
পবিত্র স্নিগ্ধ রূপে অবগাহন করে
মন আর প্রাণেতে লেগেছে সুর।
তারপর মৃদু লয়ে ধীর পায়ে
বিদায় নিয়েছিল সে ম্লান হেসে
মিষ্টি মধুর স্মৃতি পিছু ফেলে
মন মোর সে যে নিয়ে গেছে চলে।
আজো আমি বসে আছি একা একা
তৃষিত নয়নে তার পথ চেয়ে
যদি সে একবার আসে ফিরে
এই শূন্য আকুল হৃদমাঝারে।