প্রেম

তুমি

কিছু সম্পর্ক ঐশ্বরিক. যে শুধু হৃদয়ে থাকে, ভাষায় প্রকাশ করা যায় না, অনুভব করা যায় মাত্র।

মানুষের জীবনিশক্তি প্রাণবায়ু
আমি সেটা জানি তবে মানি না
আমার জীবনীশক্তি শুধু তুমি।
আমার চলা, বসা, কথা বলা
সবকিছুই তোমাকে ভেবে
আমার চেতন অবচেতন মনে
তুমি ওতপ্রোতভাবে মিশে আছ,
আছ রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে।
তোমাকে ভাবতে হয় না
তোমাকে ডাকতে হয় না,
তুমি সবসময় আমার সঙ্গে থাক,
আমাকে বল দাও, আমাকে ভরসা দাও।
হতে পার তুমি মোর প্রিয়া
তবে তুমিই আমার বন্ধু, শিক্ষক, গুরু।
প্রাণবায়ু আমাকে ছেড়ে যাবে একদিন
তখনও আমার সাথে থেকে যাবে তুমি
এই নিঃসাড়, অসার শরীরের সাথে।