উদাসী মন
এই কর্ম্মব্যস্ত জীবনে মাঝে মাঝেই মন বিদ্রোহ করে, এই যান্ত্রিক জীবন থেকে বিশ্রাম চায়। কিন্তু বিশ্রাম চাইলেই তো আর পাওয়া যায় না, তখন উদাস হয়ে বসে থাকা ছাড়া আর কোনও উপায় থাকে না। এই উদাসী মন নিজেই জানে না যে সে কি চায়, এদিক ওদিক সেদিক দিশাহীন ভেসে বেড়াতে থাকে। এই ভেসে বড়াতে বেড়াতে আবার বাস্তব জীবনের রুক্ষতায় ফিরে আসতে বাধ্য হয়। জীবনচক্র চলতে থাকে।
উদাসী মন যেন এক পালহীন নৌকা
জীবনের স্রোতে ভেসে ভেসে চলে।
তার নেই কোন গতি
নেই কোন দিশা
খালি উদাসীনতার কথা বলে।
ভাসতে ভাসতে কখনও বা
ভেড়ে কোন ঘাটে
দিশা খুঁজে পায়,
নতুবা জোয়ারের স্রোতে
দেয় পাড়ি আবার
সেই অজানার পথে।
জীবনের স্রোত , থাকে না থেমে
সে তো বইতেই থাকে,
উদাসী মনের পথ
শেষ হবার নয়
দিশাহীন ভাসতেই থাকে।