ঊষা
এখানে ঊষা ও নারী চরিত্র মিলেমিশে একাকার হয়ে গেছে।
ঊষার আলো দেখিনি কখনও
তবে ঊষাকে দেখেছি
দেখেছি তার অপরূপ মৃন্ময়ী রূপ
শান্ত, স্নিগ্ধ,ভালোবাসায় পরিপূর্ণ
এক প্রাণের প্রতিভু।
পূব আকাশ রাঙা করে
যখন ঊষার আগমনী বার্তা আসে
আমার মন আনন্দে যায় ভরে
সবাই মোহিত হয় সূর্যোদয়ের আনন্দে
আমি দেখি ঊষাকে শুধু ঊষাকে।
প্রত্যেক দিন ঊষার আশায় থাকি
কয়েকটা মূহুর্তের জন্য সে দেয় ধরা
তাতেই আমার প্রাণ মন যায় জুড়িয়ে
আছে হয়ত অনেক কিছু দেখার চারিধারে
আমি ডুবে থাকি ঊষাতে, শুধু ঊষাতে।