প্রেম

ভালো লাগা দিন

প্রতিটি দিনই একইরকম তাহলে ভালো দিন খারাপ দিন হয় কি করে? আসলে দিন ভালো হয় তার সাথে ভালোবাসা মিশলে, যা নির্ভর করে সেই দিনের মনের অবস্থা বা মানসিকতার ওপর। ভালোবাসার মধ্যে বাসা কথাটি আছে অর্থাৎ ভালো যেখানে বাস করে। নানান ভাবেই ব্যাপারটা ব্যাখ্যা করা যায় কিন্তু আসল কথা যে খোলা মনে সব কিছু নিলে সব কিছু সহজ হয়ে যায় আর দিনটা মধুর হয়, ভালো লাগে।

খুব ভালো লাগা একটা দিন
যদিও দিনটা রোজকার, অতি পরিচিত
ভালো লাগাটা শুধু গায়ে মিশেছে
দিনে মিশেছে না মনে মিশেছে
যেখানেই মিশুক খুব ভালো লাগছে
খুব ভালো লাগা একটা দিন

ভালো লাগার মধ্যে একটা
সুন্দর ভালোবাসা আছে
ইচ্ছা হলেই সেখানে থাকা যায়
নতুবা শুধু ভালোবাসা যায়
বাসা আর ভালোবাসা মিলে মিশে একাকার
খুব ভাল লাগা একটা দিন।