ভালো লাগে
ভালো লাগা ব্যাপারটা প্রত্যেক মানুষেরই একান্ত নিজস্ব এবং এটি তার নিজের সাথে থাকার, নিজের সাথে কথা বলার একান্ত জায়গা যেখানে সে ছাড়া আর কারোর কোনও প্রবেশাধিকার থাকে না। আবার এই ভালো লাগার জায়গাটাও বিভিন্ন মানুষের বিভিন্নরকম একের সাথে অন্যের মিল থাকতেও পারে আবার না ও পারে। এই লেখাটিতেও একটি ভালো লাগার কথা বলা হয়েছে।
আমি ভালোবাসি সবুজঘন বনানী
ভালোবাসি শান্ত নদীর জলে
গোধূলির আলোয় ডুবন্ত সূর্যের
রক্তিম প্রতিবিম্ব।
আমি ভালোবাসি একদল প্রৌঢ় যুবকের
উন্মুক্ত প্রান্তরে প্রাণখোলা আড্ডা
ভালোবাসি গ্রামের নিস্তব্ধ রাতে নেশাতুর চোখে
আদিবাসীদের নাচ আর মাদলের বাজনা।
অনেক কিছুই যে লাগে ভালো
লাগে ভালো বহু যুগ বাদে
বন্ধুকে কাছে পাওয়া
পুরানো দিনগুলিকে স্পর্শ করে
অকারণে শিহরিত হওয়া
স্বপ্নের ঘোরের মত সময়ের বয়ে যাওয়া
আবার নতুন করে নিজেকে ফিরে পাওয়া
লাগে ভালো বড় ভালো লাগে