প্রেম

বিশ্বকর্ম্মা পূজা

আজ বিশ্বকর্ম্মা পূজা
আজকাল আকাশে ঘুড়ি ওড়ে না
দু একটা ঘুড়ি যদিও বা ওড়ে
ঢাকা পড়ে থাকে অট্টালিকার জঙ্গলে
শহরের আকাশটাও হয়ে গেছে ছোট
আজকাল আকাশে ঘুড়ি ওড়ে না
বিশ্বকর্ম্মা পূজা তাই মনে দাগ কাটে না

ফেলে আসা সময়কে ডাকি আয় আয়
প্রৌঢ়দের হাতে লাটাই ঘুড়ি দিয়ে যা
আকাশটাও হয়ে যাক আগের মত বড়
ভরে যাক চারিধার মাঠ-ঘাট-বনে
হাতে লাটাই আকাশে ঘুড়ি কিছু প্রৌঢ়ের দল
বিশ্বকর্ম্মা আছেন দেখি তাদেরই মাঝে
উড়ছে ঘুড়ির সারি মুক্ত আকাশে।