দিনলিপি
দিনলিপি লিখি
লিখি নিয়ম করে
যদিও জানি এটা
পড়বে না কেউ
হয়তো বা স্থান পাবে জঞ্জালে
বা আস্তাকুঁড়ে
অথবা ঠোঙা হয়ে যাবে পৌঁছে
কারুর রান্নাঘরে
তবু দিনলিপি লিখি
লিখি রোজ নিয়ম করে
যদি কোনদিন কেউ পড়ে
যদি কেউ আমাকে
বোঝার চেষ্টা করে।
যতদিন আছে প্রাণ
ততদিন আছি
তারপর থাকবে না কিছু
আমার স্মৃতিটুকু ছাড়া
তাই লিখে যাই দিনলিপি
যেখানেই থাক পড়ে
যদি কেউ পড়ে।