জীবন

মুক্তি

লক্ষ্য কোটি বছর ধরে
অগুনতি ছোট-বড় রকমারি চরিত্র
দিশাহীন বেড়াচ্ছে ঘুরে, সময়ের হাত ধরে
মুক্তির আশায়,এই পৃথিবীর বুকে।

কখনো বা অবয়ব সহ, কখনো বা অবয়বহীন
অন্তহীন যাত্রা, এই আসা যাওয়া
চক্রাকারে গোলকধাঁধায় ঘুরতে থাকা
মুক্তিতে বিলীন হবার আশায়।

মুক্তি যে কি কেউ জানে না
বিধাতাই কি জানেন তা?
তবুও পরশ পাথরের মত খুঁজে ফেরা
আমিও যে ঘুরছি সেথা।