সুন্দর স্বপ্ন
প্রতিটি মানুষই স্বপ্ন দেখে ঘুমিয়ে বা জেগে। দিবাস্বপ্ন কথাটি একটু ব্যঙ্গাত্মক হিসাবে ব্যবহৃত হলেও দিবাস্বপ্নও মানুষজন দেখে। এই স্বপ্ন মধুর বা ভয়াবহ যা কিছুই হতে পারে এবং তা নির্ভ্র করে মানুষের অবচেতন মনের ভাবনার ওপর। কোনও একজন মানুষের স্বপ্নের গল্প এখানে।
আজকাল রোজ রাতে স্বপ্ন দেখি
কাল রাত্রেও একটা স্বপ্ন দেখেছিলাম
যখন দেখি তখন সুন্দর সাজানো গোছানো থাকে
ঘুম ভেঙ্গে গেলে সব ছাড়াছাড়া অগোছালো
স্বপ্ন নাকি মনের সব আজীব কল্পনা
এই স্বপ্নটা কিন্তু সত্যি ছিল।
আগে জেগে জেগেও স্বপ্ন দেখতাম
নানান রকমের সুন্দর সুন্দর সব মূহুর্ত
আজকাল সে সব কিছুই আর নেই
স্বপ্নের ভান্ডার সব ফুরিয়ে গেছে
গতকাল রাত্রে সুন্দর স্বপ্ন দেখেছিলাম
বোধহয় ঘুমটা বেশ গাঢ় হয়েছিল।