আমার স্বপ্ন
প্রত্যেক মানুষ জীবন নিয়ে স্বপ্ন দেখেন, আমিও দেখি। এখানে সেই স্বপ্নের কথা বলা হয়েছে।
আমার স্বপ্ন আকাশের নীল মুছে হয়ে যাক লাল
আমার স্বপ্ন প্রেমের জোয়ারে ভেসে যাক ভাবীকাল
আমার স্বপ্ন জীবনের দীপ জ্বলে যাবে অবিরত
আমার স্বপ্ন আমার দুয়ারে মহাকাল, রবে হয়ে মাথা নত।
আমার স্বপ্ন আকাশের বুকে সবুজ মেঘের মতন ভাসা
আমার স্বপ্ন ফুলেদের সাথে অট্টহাসি হাসা
আমার স্বপ্ন দূর আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরা
আমার স্বপ্ন পাগলা নদী হয়ে সাগরে ঝাঁপিয়ে পড়া।
আমার স্বপ্ন ভয়াল কালবৈশাখীর হব আমি এক সাথী
আমার স্বপ্ন দামাল হাওয়ায় করব মাতামাতি
আমা স্বপ্ন সাহারার বুকে জ্বলে পুড়ে রাখ হওয়া
আমার স্বপ্ন আমি সুমেরুর বুকে বরফ শীতল হাওয়া।
আমার স্বপ্ন পৃথিবীর বুকে বার বার ফিরে আসা
আমার স্বপ্ন মানুষ জানবে শুধুই ভালবাসার ভাষা
আমার স্বপ্ন আমার বাস্তব, সব মিলে মিশে একাকার
আমার স্বপ্ন বাঁচুক পৃথিবী, বাঁচুক মানুষ, বাঁচার অধিকার।