পাতাবাহার
জীবন সায়াহ্নে, মানুষ যখন একাকী , কোলাহল্পূর্ণ জীবন থেকে মানসিক ভাবে অনেক দূরে, তখন তার জীবনের সোনালী দিনগুলি বারবার মনে পড়ে।

স্মৃতির দোরগোড়ায় কিছু মলিন
পুরাতন ঝরে যাওয়া পাতাবাহারের পাতা
ঘোরফেরা করে অবিরাম, অহরহ,
তারা নানান রঙের, বিভিন্ন আকারের, মাপের।
কেন যে ঘোরাফেরা করে বুঝতে পারি না
তবে তাদের অস্তিত্ব বুঝতে পারি
দেখতেও পাই মাঝে মাঝে।
প্রতিটা পাতার সাথে জড়িয়ে আছে
আমার কিছুটা সময়, কিছুটা গল্প।
স্মৃতি সততই সুখের, সত্যি কি তাই?
তাহলে কেন প্রায়ই বুকের ভিতর
একটা চিনচিন ব্যথা টের পাই,
সুখের যন্ত্রণা কি? হতেও পারে, বুঝি না
বোঝার মনটাই যে গেছে হারিয়ে।
তবুও তো স্মৃতির আঙ্গিনাটা রয়ে গেছে
পাতাবাহারের পাতাগুলি যতই শীর্ণা, জীর্ণা হোক
স্মৃতির দুয়ারে তাদেরও আনাগোণা আছে
সময় যায় কেটে তাদের নিয়ে
নতুন যুগের উজ্জ্বল পাতাগুলি প্রাণখুলে হাসে
তবে তারা বড় দূরে দূরে সরে থাকে
তারাও একদিন কারুর স্মৃতিতে আসবে নিশ্চয়ই
সান্ত্বনা হবে কোনও একাকীত্বের।