প্রেম

উপহার

তোমাকে আমার দেওয়ার কিছুই নেই
আমার এই হৃদয় খানি ছাড়া
সেও তো বাঁধা পড়ে আছে কোনখানে
যদি চাও ভাগ করে নিও আপনমনে
সত্যি আমার দেওয়ার কিছুই নেই
ছোট্ট এই হৃদয়খানি ছাড়া।